মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

প্রাইমারি স্কুলের তিন লাখ টাকার গাছ লুটের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

মহান বিজয় দিবসের দিন স্কুল বন্ধ থাকার সুবাদে শ্রমিক দিয়ে তড়িঘড়ি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়েছেন এলাকার প্রভাশালীরা। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আলহাজ মো. কবির মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

মঙ্গলবার দুপুরে স্থানীয়রা অভিযোগ করেন, পশ্চিম সমরসিংহ গ্রামের নুর ইসলাম হাওলাদার শ্রমিক দিয়ে গাছগুলো কেটে লুট করে নিয়েছেন।

স্কুলের জমিদাতা কবির মিঞার ছেলে বেলাল মিঞা অভিযোগ করে বলেন, স্কুলের সীমানা থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের ছয়টি চাম্বল গাছ কেটে নিয়েছেন প্রভাবশালী নুর ইসলাম হাওলাদার।

তিনি বলেন, গাছ কাটার সময় আমরা বাধা দিলে বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে ১৫/২০ জন শ্রমিক দিয়ে তড়িঘড়ি করে গাছগুলো কেটে লুট করে নেওয়া হয়। তাৎক্ষনিক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে জানালে সহকারী শিক্ষা অফিসার সাইদুর রহমান এসে গাছ কাটতে নিষেধ করেন। তিনি চলে যাওয়ার পর আবার গাছগুলো কেটে নেওয়া হয়।

এ ব্যাপারে অভিযুক্ত নুর ইসলাম হাওলাদার বলেন, গাছগুলো আমাদের জমির। তাই আমাদের জমির গাছ আমি কেটেছি।

গৌরনদী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সাইদুর রহমান বলেন, বাধা উপেক্ষা করে স্কুলের সম্পত্তির গাছ কেটে নেওয়ার বিষয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি।

লিখিত অভিযোগপ্রাপ্তির সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আবু আবদুল্লাহ খান বলেন, পুরো ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ