মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

শেরপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন- পুলিশ সুপার আমিনুল ইসলাম ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী। পরে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা এবং তার পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এর আগে জেলা প্রশাসকের পক্ষ থেকে সকল মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের মাঝে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় সেনাবাহিনী, জেলা প্রসাশন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ শেরপুর সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর তওসীফ, জেলা বিএনপির আহ্বায়ক হযরত আলী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলালসহ বিএনপি নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ