মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

নওগাঁয় পুকুরে মিলল চা দোকানির লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে পুকুর থেকে মো. আনারুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

নিহত মো. আনারুল ইসলাম উপজেলার বুজুরকান্তপুর গ্রামের মৃত তাজ মোহাম্মদের ছেলে ও মহাদেবপুর মাছের মোড়ের পাশের একটি চা দোকানি।

এলাকাবাসী ও ঘটনাস্থল পরিদর্শনকারী পুলিশ অফিসার এসআই খান বলেন, উপজেলা সদরের মাছের মোড়ের পাশে সে একটি চায়ের দোকান করত। দোকান শেষে সে প্রায় দিনই নেশা করে রাত ১টা থেকে ২টার দিকে বাড়ি গিয়ে স্ত্রীকে গালি-গালাজ করে। প্রতিদিনের মতো সে গতকাল বাড়ি থেকে দোকানে আসে এবং রাতে দোকান বন্ধ করে তার স্ত্রীর বড় ভাই ফারুকের সাথে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এরপর পথিমধ্যে থেকে তার স্ত্রীর বাড়ি চলে গেলেও সে আর বাড়ি ফেরেনি। আজ তার বাড়ি পাশের একটি পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তারা থানায় সংবাদ দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন।

তদন্তকারী কর্মকর্তা এসআই খান শহিদুল বলেন, স্থানীয়রা লাশটি দেখার পর নিহতের পরিবারের লোকজনসহ তার বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি উদ্ধার করে এনে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

মহাদেবপুর থানার ওসি হাসমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ