মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :

কিশোরগঞ্জে ইমতিয়াজ ট্রেডিংয়ের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমতিয়াজ ট্রেডিং এন্ড কন্ট্রাক্টিং কোম্পানী দোহা কাতার এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) কিশোরগঞ্জের বাজিতপুর থানাধীন গাজিরচর ইউনিয়নের চিনিয়ারচরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

মাওলানা আব্দুল আহাদ ও মুফতি উবায়দুল্লাহ আনওয়ারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, সাইয়েদ হাসান আসজাদ মাদানী, পাকিস্তানের সাইয়েদ কফিল উদ্দীন শাহ বুখারী ও শেখ হাফিজ মুহাম্মদ ইবরাহীম নকশবন্দী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও আলম গ্রুপের চেয়ারম্যান শরীফুল আলম।

সম্মেলনের আয়োজক কাতার প্রবাসী ইমতাজুল ইসলাম মিলন বলেন, দেশ ও বিদেশের শীর্ষস্থানীয় আলেমদের একত্রিত করতে পারা আমার জন্য সৌভাগ্যের এবং এলাকার জন্য গর্বের। এই আয়োজন মানুষের ধর্মীয় মূল্যবোধ বৃদ্ধি করবে, সমাজে শান্তি-শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ ফিরিয়ে আনবে।

তিনি বলেন, এই আয়োজন আমি প্রতিবছর ব্যক্তিগত অর্থায়নে করে থাকি। কোনো প্রকার অর্থ সংগ্রহ করা হয় না। এই সম্মেলনের জন্য মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা ও প্রশাসনিক সহায়তা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজগঞ্জী, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা আব্দুল বাতেন কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা রেজাউল করীম আবরার ও মাওলানা সাঈদ আহমদ।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ক্বারী মোহাম্মদুল্লাহ বিন হাফিজ, রুহুল আমীন সাইমুম সাদী, নোমান কাসেমী, আরিফ জাব্বার কাসেমী, আমজাদ হোসাইন আশরাফী, আবুল কালাম তৈয়্যবী, উবায়দুর রহমান হুযাইফী, পাকিস্তানের হাবিবুল্লাহ আরমানী প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ