সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চাকরিচ্যুত এক পুলিশ কনস্টেবলসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার সকালে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পঞ্চগড়ের অটোয়ারী উপজেলার বামনকুমার গ্রামের জমির খান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিজিডাঙ্গা গ্রামের চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল কামরুজ্জামান, রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার কাটাখালি বটতলা গ্রামের জহুরুল সেখ ওরফে সুমন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ধনঞ্জয় গ্রামের মিজানুর রহমান মিন্টু, ফরিদপুরের মধুখালি উপজেলার কাশিনাথপুর গ্রামের মীর সোহেল হোসেন, যশোরের ঝিকরগাছা উপজেলার উত্তর দেউলি গ্রামের রাজু ও গোপালগঞ্জের নকুরির চরের আইয়ুব মোল্লা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় গোল চত্বরে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশিকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে একটি মাইক্রোবাস পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর মাইক্রোবাসটিকে আটক করে ভেতরে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়— তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এ সময় সবাইকে গ্রেফতার করা হয়।
এতে আরো বলা হয়, চাকরিচ্যুত ওই কনস্টেবলের কাছ থেকে হ্যান্ডকাফ ও পুলিশের ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও তারা সবাই ঢাকার আশপাশে ভাড়া বাসায় বসবাস করেন। তারা একসঙ্গে দীর্ঘদিন থেকে মহাসড়কের যানবাহনসহ দেশের বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থানায় মামলা হয়েছে।