বরিশাল ব্যুরো
বরিশালের আগৈলঝাড়ায় দুই মাদক কারবারিকে ড্রোন, মাদক, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আটক করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে আসামিদের জেলহাজতে পাঠানো হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম জানান, গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ভোরে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় উজিরপুর উপজেলার সাতলা গ্রামের নিত্যানন্দ রায় ও একই এলাকার দিলীপ পান্ডেকে একটি ড্রোন, মাদক, মাদকের কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকাসহ আটক করা হয়।
এ ঘটনায় আগৈলঝাড়া থানার এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। আসামি দুজনকে শুক্রবার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।