মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :
ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু  ১১ তম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম

নড়াইলে বাজার পরিস্থিতি বিষয়ে মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে ‘বাজার পরিস্থিতি ও নিরপাদ খাদ্য’ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাব জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-ক্যাব’র জেলা সভাপতি ম ম শফিউর রহমান শফিউল্লাহ। প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সভা পরিচালনা ও ধারণাপত্র তুলে ধরেন ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান।

এছাড়া আলোচক ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ, জেলা খাদ্য নিয়ন্ত্রক লায়লা আফরোজ, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা আদ্দা আন সিনা, অতিরিক্ত পিপি তারিকুজ্জামান লিটু, আজিজুর রহমান, নারী সংগঠক ও উদ্যোক্তা কোহিনুর আক্তার, শিক্ষিকা সুলতানা বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা আহবায়ক রাফায়েতুল হক তমালসহ অনেকে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে জেলাব্যাপী বাজার তাদরকি চলমান থাকবে। প্রতিটি দোকানে মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা হয়। পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের যোগান স্বাভাবিক রাখতে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি করতে হবে। উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে। এছাড়া তৃণমূলে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য ইউনিয়ন পর্যায়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে সচেতনতা কর্মসূচি জোরদার করা হবে। এক্ষেত্রে সবাইকে ভূমিকা রাখতে হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ