মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :
তারাবি নিয়ে ১০ হাফেজর অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

ভোলায় হাসপাতা‌লে স্ত্রীর লাশ রে‌খে পা‌লি‌য়ে‌ছে স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসনাইন আহমেদ হাওলাদার, ভোলা

ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে সীমা বেগম (২১) না‌মে গৃহবধূর লাশ রে‌খে পা‌লি‌য়ে‌ছেন তার স্বামী মো: রা‌কিব। নিহত গৃহবধূ সীমা বেগম ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলার কা‌চিয়া ইউ‌নিয়‌নের কা‌লিরহাট এলাকার মো: রা‌কিবের স্ত্রী ও এক সন্তা‌নের জননী।

বৃহস্প‌তিবার (৫ ডিসেম্বর) সকা‌লে ভোলা ২৫০ শয‌্যা জেনা‌রেল হাসপাতা‌লে এ ঘটনা ঘটে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৪ বছর আ‌গে ভোলার দৌলতখান উপ‌জেলার মিয়ারহাটের সীমা বেগ‌মের সা‌থে বোরহানউ‌দ্দিন উপ‌জেলার কা‌লিরহাট এলাকার মো: রাকি‌বের সা‌থে বি‌য়ে হয়। তা‌দের এক‌টি ১০-১১ মা‌সের ছে‌লে সন্তান আ‌ছে। সীমার স্বামী রা‌কি‌ব পা‌নের বর‌জে কাজ ক‌রেন। তার আয় কম থাকায় ও সাংসা‌রিক বি‌ভিন্ন বিষ‌য়ে স্বামী-স্ত্রীর ম‌ধ্যে ঝগড়া-ঝা‌মেলা চ‌লেই আস‌ছিল। গত বুধবারও তা‌দের ম‌ধ্যে ঝা‌মেলা হয়। এ‌নি‌য়ে স্বামীর সা‌থে অ‌ভিমান ক‌রে বিষপান ক‌রতে পা‌রে ব‌লে দাবি ক‌রেন তারা। প‌রে রা‌তের দি‌কে সীমার অবস্থা আশংকাজনক হওয়ায় তা‌কে বৃহস্পতিবার গভীর রাত ৪ টার দি‌কে ভোলা সদর হাসপাতা‌লে নি‌য়ে আস‌লে চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। প‌রে সকা‌লের দি‌কে খবর পে‌য়ে পু‌লিশ হাসপাতা‌লে আস‌লে স্ত্রীর লাশ হাসপাতা‌লে রে‌খে পা‌লি‌য়ে যায় নিহ‌তের স্বামী।

বোরহানউ‌দ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: সি‌দ্দিকুর রহমান জানান, খবর পে‌য়ে সেখা‌নে পু‌লিশ পা‌ঠি‌য়ে‌ছি। লাশ ময়না তদন্ত কর‌লে আমরা মৃত‌্যুর কারণ নি‌শ্চিত হ‌তে পার‌বো। এছাড়াও নিহত‌দের প‌রিবার থে‌কে এখনও কেউ অ‌ভি‌যোগ ক‌রে‌নি। ত‌বে লিখিত অ‌ভি‌যোগ কর‌লে আমরা আইনগত ব‌্যবস্থা গ্রহণ কর‌বো।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ