গাজীপুর প্রতিনিধি
অভিনব কায়দায় রক্ষিত ১০,০৫০ পিস ইয়াবাসহ মাদক সিন্ডিকেটের মূলহোতা ওয়াহিদুলকে গাজীপুর হতে গ্রেফতার করেছে র্যাব-১। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
র্যাব জানায়, মঙ্গলবার গোপন সংবাদে জানা গেছে- চন্দ্রা মাইওয়ান মোড় এলাকায় একজন মাদক কারবারি বিপুল পরিমাণে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাসায় অবস্থান করছে। ওই সংবাদে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা মাইওয়ান মোড় এলাকায় অভিযান চালায় র্যাব। পরে দুপুর সোয়া ২টার দিকে ওয়াহিদুল শেখকে আটক করা হয়। এসময় ১০,০৫০ ইয়াবা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতার ওয়াহিদুল শেখকে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।