মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ।। ২৬ ফাল্গুন ১৪৩১ ।। ১১ রমজান ১৪৪৬

শিরোনাম :
তারাবি নিয়ে ১০ হাফেজের অনুভূতি ও অভিজ্ঞতা ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ডের ফলাফল প্রকাশ; পাসের হার ৯৯.৪৯% জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে বিলোপ করা সম্ভব নয়: নাহিদ ইসলাম ফেসবুকে উপদেষ্টা মাহফুজের ‘মব’ নিয়ে পোস্ট, যা বলল ঢাবি ছাত্রশিবির ইফতা, আদবসহ বিভিন্ন বিভাগে ভর্তি নিচ্ছে উত্তরার মাদরাসাতুল আযহার লালমাটিয়ায় দুই তরুণীকে সিগারেট খেতে না করা সেই রিংকুকে গ্রেফতার ‘অপরাধের সাম্প্রতিক ব্যাপকতার পেছনে পরাজিত শক্তির রাজনীতি ক্রিয়াশীল' একদিনে ২৯ হাজার কুরআনের কপি বিতরণ সৌদি আরবের ‘দ্রুত বিচার আইনের মাধ্যমে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে’ নির্মাণাধীন ভবনের কাঠ পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু 

সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যা মামলার আসামি মান্নান ফকির গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, অস্ত্র লুট ও ১৫ পুলিশ হত্যা মামলার আসামি তাঁত ব্যবসায়ী মান্নান ফকিরকে (৪৮) কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (২ ডিসেম্বর) যমুনা নদীর আজুগড়া বাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। পরে সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন এরশাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মান্নান ফকিরের বিরুদ্ধে বিস্ফোরক, সংঘর্ষ ও বালু লুটের ৭টি মামলা রয়েছে। এছাড়া ১৫ পুলিশ হত্যা মামলারও আসামি তিনি। মান্নান ফকির এনায়েতপুর থানার আজুগড়া গাবেরপাড়ার মৃত সোহরাব আলী ফকিরের ছেলে ও বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ প্রার্থী বদিউজ্জামান ফকির ওরফে বদী ফকিরের ভাই।

বেলকুচি আর্মি ক্যাম্পের মেজর মারুফ হোসেন বলেন, অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে যমুনা নদীর তীরের আজুগড়া বাঁধ এলাকায় ভূমি দখল করে মান্নান ফকিরের অবৈধভাবে গড়ে তোলা ‘ভাসমান কফি হাউস’র নির্মাণকাজ বন্ধ ও আগামী ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ