বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ।। ২৭ ফাল্গুন ১৪৩১ ।। ১৩ রমজান ১৪৪৬


পাঁচবিবিতে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। রোববার দুপুরে মওলানা ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এ মহান নেতার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

উপজেলার বীরনগরে মওলানা ভাসানী এতিম শিক্ষা কেন্দ্র ও আলেমা খাতুন ভাসানী মুসাফিরখানায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ভাসানী স্বপ্ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক মনোয়ার চৌধুরী মেরিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী।

এতে বক্তব্য দেন- ভাইস চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু, সমিরণ নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

শিক্ষক সাঈদ ইবনে আলী, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ছায়েম উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক লাবু সরদার ও ভাষা স্বপ্ন বাস্তবায়ন পরিষদের সদস্য স্বদেশ চৌধুরী। শেষে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা রাকিবুল ইসলাম।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ