বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে

ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি, চাটমোহরে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন ধর্মপ্রাণ মুসুল্লিরা। সেই সাথে দোষী ব্যক্তির শাস্তির দাবি জানান তারা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সেনাবাহিনীর সদস্যরা। তারা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এই ঘটনার পর রোববার সকাল থেকে হান্ডিয়াল বাজারে হিন্দু সম্প্রদায়ের লোকজন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।

জানা গেছে, হান্ডিয়ালের বল্লভপুর গ্রামের মৃত কালা চাঁদ দে’র ছেলে প্রশান্ত কুমার দে শনিবার তার ফেসবুকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন। এরপর রাতেই তিনি পোস্টটি ডিলিট করে ফেলেন। তবে বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর বিক্ষোভে ফেটে পড়েন সবাই। মূহূর্তেই ওই ফেসবুক পোস্টের স্ক্রিনশর্ট ফেসবুকজুড়ে ভাইরাল হয়ে পড়ে। রাতেই স্থানীয় মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করেন। পুরো বাজার প্রদক্ষিণ শেষে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ হয়।

এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, রাতে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। যে অপরাধ করেছে তাকে আইনের আওতায় আনা হবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ