গাজীপুর (উত্তর) প্রতিনিধি
গাজীপুর জেলার কালিয়াকৈর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। রোববার (২০ অক্টোবর) কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিল আফরোজ এ আদালত পরিচালনা করেন।
এ সময় অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭/৩৮ ধারায় শ্রী হরে হড় সাহা ও শ্রী প্রদীপ বণিক এবং মন্তস পাল নামের তিন দোকানীকে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান বিচারিক আদালতের বিচারক দিল আফরোজ জানান, দ্রব্যমূল্য অধিক মূল্যে বিক্রি করায় ক্রেতারা ভোগান্তির শিকার হচ্ছে। দোকানীরা যাতে অতিরিক্ত লাভের আশায় অধিক মূল্যে পণ্য বিক্রি করতে না পারে সেই লক্ষ্যে উপজেলার প্রতিটি বাজারে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়ে আসছে।
এছাড়া জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক প্রতিটি বাজারে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।
এনএ/