বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে

শেরপুরে বিনামূল্যে চিকিৎসা পেল ৩ হাজার বন্যাদুর্গত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যা দুর্গতদের চিকিৎসায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। আজ রবিবার দিনব্যাপী উপজেলার আহমেদনগর এলাকায় ডা. সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউটে ওই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা সভাপতি ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।

স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় ঝিনাইগাতী, শেরপুর অফিসার্স ফোরাম, আইসিডিডিআরবি ঢাকা ও ইউএসএআইডি যৌথভাবে ওই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। এতে অন্তত ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াও এসব বন্যা দুর্গত রোগীদের প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে বিতরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় ঝিনাইগাতীর সভাপতি আব্দুল আওয়াল। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, শিকড় ঝিনাইগাতীর উপদেষ্টা খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাফিজুর রহমান, শেরপুর অফিসার্স ফোরামের আহ্বায়ক আব্দুল্লাহ হারুন, শিকড় ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক ডা. সাইফুল আমিন মুক্তা, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ প্রমুখ।

আয়োজক সংগঠন শিকড় ঝিনাইগাতীর সাধারণ সম্পাদক ডা. সাইফুল আমিন মুক্তা জানান, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয়। আমাদের সংগঠনের পক্ষ থেকে সাধ্যঅনুযায়ী চেষ্টা করেছি বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে, দিয়েছি নগদ অর্থ সহায়তা। আজকের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে আগত ৩ হাজার রোগীদের মেডিসিন, সার্জারি, গাইনি, ইএনটি, অর্থোপেডিক্স, চক্ষু, কার্ডিওলজি, চর্ম, শিশুসহ সকল বিভাগের চিকিৎসা সেবা প্রদান করা হয়। জনসাধারণের কল্যাণে এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ