বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে

নাটোরে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোর প্রতিনিধি

নাটোরে ট্রাকচাপায় সাবেক জেলা প্রশাসক শামীম আহমেদের ছোট ভাই ব্যাংক কর্মকর্তা সুমন আহমেদ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহতের স্ত্রীসহ তিনজন গুরুতর আহত হন। শনিবার রাত ৯টার দিকে শহরের মাদরাসা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সুমন আহমেদ নাটোর ব্র্যাক ব্যাংকে ক্যাশ অফিসার হিসেবে কমর্রত ছিলেন। নিহত সুমন আহমেদের স্ত্রী ফারিয়াতুল রিসাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে স্ত্রীসহ মাদরাসা মোড় এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন সুমন আহমেদ। এসময় বগুড়ার দিক থেকে আসা একটি ট্রাক এসে তাদেরসহ একটি সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমন আহমেদের মৃত্যু হয়। এ ঘটনায় সুমন আহমেদের স্ত্রী ছাড়াও সিএনজির দুজন যাত্রী আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করেন।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ট্রাকটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, নিহতের বড় ভাই শামীম আহমেদ ২০২১ সাল থেকে প্রথমে নাটোর এবং পরে গত আগস্ট মাস পর্যন্ত রাজশাহীর জেলা প্রশাসক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে এ অঞ্চলের সাধারন মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছিলেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ