বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা জুলাই গণহত্যার ১০০তম দিন: টিএসসিতে শহীদ পরিবারের আর্তনাদ দ্বীনিয়াতের প্রধান মাওলানা সালমানের জন্য দোয়া চাইলো পরিবার রংপুরে জুম্মাপাড়া মাদরাসার ২ দিন ব্যাপী তাফসির মাহফিল আগামীকাল ন্যায়পরায়ণ-আল্লাহভীরু শাসক ছাড়া শান্তির আশা করা যায় না: চরমোনাই পীর সোশ্যাল ইসলামী ব্যাংকের শরীআহ চেয়ারম্যান হলেন মাওলানা মাহফজুল হক সংবিধান থেকে ‘জাতির পিতা’ ও ‘বাঙালি জাতীয়তাবাদ’ বাতিল চাই: অ্যাটর্নি জেনারেল আসছেন না মাওলানা সাদ; আগের নিয়মেই চলবে কাকরাইল ও ইজতেমার মাঠ কাল বাদ ফজর বসুন্ধরা মারকাজে বয়ান করবেন মাওলানা ইলিয়াস গুম্মান বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানেই হচ্ছে

কুয়াকাটা সৈকতে জোয়ারে ভেসে এলো মহিষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কুয়াকাটায় জোয়ারের স্রোতে ভেসে এসেছে একটি  মহিষ। শুক্রবার রাত ১টার দিকে কুয়াকাটা হুইচানপাড়া এলাকা বাবুল আকন নামে এক কৃষক রাতে দেখতে পান। এখন মহিষটি লালন পালন করছেন কৃষক বাবুল আকন। প্রকৃত মালিক পেলে ফেরত দেবেন বলে আশ্বস্ত করেছেন।

কৃষক বাবুল জানান, শুক্রবার গভীর রাতে আমার বাবা রান্নাঘরে হঠাৎ মহিষ দেখতে পান। পরে মহিষটি  আমি বেঁধে রাখি। শনিবার সকালে আশপাশের লোকজনকে ডেকে ঘটনাটি জানাই। আমার মনে হয়, এটি আমাদের এলাকার নয়। সমুদ্রে ভাসতে ভাসতে মহিষ অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে। সেবা যত্ন নেয়ার পর কিছুটা সুস্থ হয়েছে। এখন তিনি লালন পালন করছেন। প্রকৃত মালিক পেলে হস্তান্তর করবেন বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দা জালাল বলেন, গভীর রাতে এই মহিষটা বাবুল আকনের বাড়িতে আসছে। ধারণা করছি, এটি এলাকার মহিষ না- জোয়ারের পানিতে ভেসে আসছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, ঘটনাটি জেনেছি। বর্তমানে বাবুল আকনকে লালন-পালন করার দায়িত্ব দিয়েছি। প্রকৃত মালিক পেলে এটি হস্তান্তর করা হবে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ