শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ।। ১ চৈত্র ১৪৩১ ।। ১৪ রমজান ১৪৪৬


ফেনীতে মাদকসহ বাস কাউন্টার ম্যানেজার আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী জেলা প্রতিনিধি  

ফেনীর মহিপাল থেকে ১শ বোতল ফেনসিডিল সহ স্টারলাইন বাস কাউন্টারের ম্যানেজার রেজাউল করিম টিপু (৪৮) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গোপন সংবাদে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত টিপু সদর উপজেলার মঠবাড়িয়া গ্রামের আমিনুল হকের ছেলে। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই স্বপন চন্দ্র দাস বাদি হয়ে ফেনী মডেল থানায় টিপুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে আটককৃতকে আদালত কারাগারে প্রেরণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনীর মহিপালে চট্টগ্রামমূখী বাস কাউন্টারের আড়ালে দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছে একটি চক্র। গোপন সংবাদে বুধবার রাতে স্টারলাইন বাস কাউন্টারের অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

এসময় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপালে চট্টগ্রামমূখী স্টারলাইন বাস কাউন্টারের পিছনের অংশে অভিযান চালিয়ে তল্লাশি করে ১শ বোতল ফেনসিডিলসহ রেজাউল করিম টিপুকে কে গ্রেফতার করে।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি সদীপ কুমার দাশ জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টিপুকে থানায় সোপর্দ করা হয়।

ফেনী মড়েল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, ফেনসিডিলসহ আটক ব্যাক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ