আমানুল্লাহ নাবিল: মুন্সিগঞ্জ জেলার বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল হামিদ মধুপুরী পীরকে সভাপতি করে হেফাজতে ইসলাম বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা কমিটি ঘোষণা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক হিসাবে মাওলানা হুসাইন আহমদ ইসহাকীকে নির্বাচিত করা হয়।
রবিবার (১৩ অক্টোবর) মুন্সিগঞ্জ সদরের হাতিমারা কমিউনিটি সেন্টারে সম্মেলনে উপস্থিত সকলের পরামর্শক্রমে ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব ও অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী প্রমুখ।
কমিটির অন্যান্য উল্লেখযোগ্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম গাজী, প্রচার সম্পাদক মাওলানা আহসানুল্লাহ ফরাজী ও দফতর সম্পাদক মাওলানা আবুল বাশার।
হাআমা/