আবদুর রউফ আশরাফ।।
মসজিদ-মাদরাসার উন্নয়নে ও হতদরিদ্র অসহায়দের মাঝে নগদ অনুদান প্রদান করেছে তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্ট।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) নবীগঞ্জ উপজেলার শাখোয়া মাদরাসায় নগদ পঞ্চাশ হাজার টাকা ও হবিগঞ্জ চরুম্মা নোয়াবাদ জামে মসজিদের উন্নয়নে বিশ হাজার নগদ অর্থ প্রদান করা হয়।
এছাড়াও সকাল ১০ ঘটিকায় জামিয়া মাদানিয়া ইসলামিয়া হলদারপুর মাদরাসার অফিস কক্ষে এলাকার হতদরিদ্রের মাঝে নগদ অর্থ হাতে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত থাকেন তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্ট ইউকের বাংলাদেশ প্রতিনিধি মাওলানা রুহুল আমীন, মাওলানা শফি আহমদ, মাওলানা মুখলিসুর রহমান, মাওলানা চৌধুরী মাহমুদ, মাওলানা আল মামুন উজ্জ্বল, জনাব তাজ উদ্দীন প্রমুখ।
তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ক্বারী শেখ ইমাদ উদ্দীন, নিজের অর্থায়নের একাংশ সঞ্চিত টাকায় দেশের অধিকাংশ মাদরাসা-মসজিদের উন্নয়নে ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করেন। এছাড়াও তানভীর তানজিদ কল্যাণ ট্রাস্ট ২০২০ সাল থেকে নিয়ে প্রতিটি দূর্যোগে মানুষের পাশে রয়েছেন।
দেশের বিভিন্ন মসজিদ-মাদরাসা, ঈদগাহের উন্নয়নে ও হতদরিদ্র মানুষের কল্যাণে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা প্রদান করেন৷
কেএল/