শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

খাগড়াছড়িতে মহানবী সা. সম্পর্কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি।।

মহান আল্লাহ ও মহানবী সা.সম্পর্কে কুরুচিপূর্ণ কটুক্তির প্রতিবাদে সুইডেন চাকমা ও ঋদ্দ চাকমার ফাঁসির দাবীতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদী জনতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা।

আজ (২৮ আগস্ট) বুধবার সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বর থেকে সর্বস্তরের তৌহিদী জনতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথক পৃথক মিছিল বের করে। সর্বস্তরের তৌহিদী তৌহিদী জনতার মিছিল প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে শাপলা চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি বায়তুশ শরফ মাদ্রাসায় অধ্যক্ষ মাওলানা আবু ওসমান, খাগড়াছড়ি কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ইব্রাহিম খলিল, খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ সদর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা নুরুল কবির আরমান, টার্মিনাল জামে মসজিদের ইমাম মাওলানা সালাউদ্দিন আল কাদেরী, সদর থানা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল বাশার, ছাত্রনেতা মোঃ আলমগীর প্রমুখ।

সমাবেশে থেকে বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার জোর দাবি জানান। প্রয়োজনে ব্লাসফেমী আইন বাস্তবায়ন করে আসামীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির চান তারা। অন্যথায় আগামী শুক্রবার (৩০আগস্ট) সমাবেশ থেকে কঠোর কর্মসূচির দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এদিকে ইসলামী আন্দোলনের মিছিলটি আদালত সড়ক পদক্ষেপ করে খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে। আন্দোলনকারীদের বিক্ষোভে প্রায় আধঘন্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ে জেলা প্রশাসক কার্যালয়।জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন  জেলা সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন, সেক্রেটার মাওলানা কাউসার আজিজী , খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর আব্দুল মজিদ, পার্বত্য নাগরিক পরিষদের নেতা মোঃ আসাদুল্লাহ প্রমূখ।

এসময় জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নজরুল ইসলাম আন্দোলনকারীদের সাথে কথা বলে তাদের দাবী মেনে নেন। তিনি বলেন, 'ধর্ম নিয়ে কটুক্তিকারী সুইডেন চাকমা এবং ঋদ্ধ চাকমার বিরুদ্ধে জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপারের সাথে কথা বলেছেন। আশাকরি আগামী ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এসময় তিনি সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানান।

এর আগে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহান আল্লাহ, ইসলাম ধর্ম ও বিশ্ব নবী হযরত মুহাম্মদ সা-কে নিয়ে কটুক্তি করেন পানছড়ি উপজেলার সুইডেন চাকমা। এর পর বিষয়টি ধর্মপ্রাণ মুসলিম জনতার মধ্যে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভে ফুঁসে উঠতে শুরু করে। এরপর রাতে ঋদ্ধ চাকমা নামে আরেকটি ফেসবুক আইডি থেকে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি করা হয়। এরপর জেলাব্যাপী আন্দোলন ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ