শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

‘ফারাক্কার বাঁধ খোলায় দেশে বড় বন্যার আশঙ্কা নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফারাক্কার ভাটি এলাকায় আগামী দুদিন আকস্মিক বন্যার আশঙ্কা নেই বলে মন্তব্য করেছেন রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর।     

আজ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তিনি জানান, যে হারে পানি বাড়ছে, এতে আগামী দুদিন এ অঞ্চলে বন্যার আশঙ্কা নেই। এখনো পদ্মা নদীর পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে।

জানা যায়, কেন্দ্রের তথ্য অনুযায়ী ২৪ ঘণ্টায় পদ্মার পাংখা পয়েন্টে পানি বেড়েছে ৩ সেন্টিমিটার। পদ্মায় বিপৎসীমা ২২ দশমিক ৫ মিটার। বর্তমানে পানির স্তর রয়েছে ২০ দশমিক ৪৮ মিটার।

আরিফুর রহমান অঙ্কুর বলেন, বর্ষার শুরু থেকেই ফারাক্কার কপাট খোলাই ছিল। আজও পানি বৃদ্ধির যে হার, সেটা অস্বাভাবিক নয়। এখন পদ্মায় পানির যে স্তর, গত ১৫ দিন আগে যা ছিল তার চেয়ে কম। কাজেই বড় বন্যার কোনো শঙ্কা নেই।

আরিফুর রহমান অঙ্কুর চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডেরও নির্বাহী প্রকৌশলী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

ভারতের সংবাদমাধ্যম নিউজ১৮ বলছে, ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যা পরিস্থিতির জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে দেশটি। বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ড বলছে, গেট আগে থেকেই খোলা ছিল। বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতীম বড়ুয়া বলছেন, ফারাক্কার ১০৯টি গেট আগে থেকেই খোলা ছিল।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ