শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে উলামা-ত্বলাবা ঐক্য পরিষদ’র আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| এইচ এম জহিরুল ইসলাম মারুফ ||

ঝালকাঠিতে  উলামায়ে কেরামের তত্বাবধানে  "উলামা-ত্বলাবা ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ও ১২ সদস্য বিশিষ্ট প্রাথমিক শূরা কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৯শে আগস্ট) রাজাপুর থানার গালুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদে স্থানীয় ওলামায়ে কেরামগণের জরুরি এক বৈঠকের মাধ্যমে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

জানা য়ায়, বর্তমান সমাজ নানান কুসংস্কার ও অশ্লীলতায় ভরে গেছে। নৈতিক চরিত্রের বিপর্যয় ঘটেছে। খুন ধর্ষণ , চুরি-ডাকাতি ও অসহায় মানুষের উপর জুলুম নির্যাতন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আদর্শবান মানুষ এবং দ্বীন প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর সে লক্ষ্যকে সামনে নিয়েই ওলামায়ে কেরামগণের এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। দল মত নির্বিশেষে সকল উলামা-ত্বলাবা, আইম্মা ও অসহায় গরীব দুঃখী সকল মানুষের সেবায় নিয়জিত থাকবে এবং  অচিরেই সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

উপস্থিত ওলামায়ে কেরামগনের পরামর্শক্রমে প্রাথমিকভাবে ১২ সদস্য বিশিষ্ট শূরা কমিটি ঘোষণা করা হয়।

মাওলানা মনিরুজ্জামান, মাওলানা মুঈনুদ্দিন , মুফতী আবদুল খালেক, মুফতী আব্দুর রাকিব, মাওলানা নাসিরউদ্দিন জাফরী, মুফতী আবু আহমাদ তাওহীদ, হা. মুফতী জাকারিয়া খান, হা.মুফতী আফজাল মল্লিক, হা.মাওলানা মর্তুজা তানভীর, মুফতী আতাউল্লাহ , মুফতী জামিল আহমাদ এবং মুফতী শাহাদাত হুসাইনকে শূরা সদস্য নিযুক্ত করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ