শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ কওমি সনদ বাস্তবায়ন সেমিনার থেকে ১৩ দফা প্রস্তাবনা ও ২ দফা কর্মসূচি ঘোষণা স্বকীয়তা বজায় রেখে কওমি সনদের স্বীকৃতি বাস্তবায়ন চান মুফতী ফয়জুল করীম কওমি শিক্ষার্থীদের প্রতি সকল বৈষম্যের অবসান হোক: সেমিনারে বক্তারা ‘খালেদা জিয়াকে বিদেশে নেয়ার প্রস্তুতি সম্পন্ন’ হবিগঞ্জে মহানবী সা.কে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

৪৯ বছর ইমামতির পর ইমামের রাজকীয় বিদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ ৪৯ বছর ইমাতি করার পর রাজকীয় ভাবে বিদায় দেওয়া হয়েছে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ উত্তর নারুয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব কারী মো. তছলিম উদ্দিন মিয়াকে। বিদায়ী ইমাম কারী মো. তছলিম উদ্দিন মিয়া, দীর্ঘ ৪৯ বছর বানীবহ উত্তর নারুয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ২ টার দিকে বানীবহ উত্তর নারুয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদে মসজিদ কমিটির উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন বানীবহ ইউনিয়ন ইমাম কমিটির উপদেষ্টা মাওলানা ইউসুফ নোমানী, সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসেম বেলালী, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ও বেথুলিয়া বিএস কামিল মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা দেলাওয়ার হোসাইন, সদস্য হাফেজ মো. আসাদুজ্জামান আসাদ, মসজিদ কমিটির সভাপতি মো. আবু হাসান, কমিটির সাধারণ সম্পাদক মো. ইয়াকুব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. নূর নবী।

আলোচনা সভায় বক্তারা বিদায়ী ইমামকে নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে বিদায়ী ইমামকে নগদ ২০ হাজার টাকাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

আলোচনা শেষে বিদায়ী ইমামকে নিয়ে একটি মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি মসজিদ থেকে শুরু হয়ে বানীবহ বাজার হয়ে পুনরায় মসজিদের সামনে এসে শেষ হয়।

বিদায়ী ইমাম কারী মো. তসলিম উদ্দিন মিয়া বলেন, আমি দীর্ঘ ৪৯ বছর এই মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছি। আমি চেষ্টা করেছি সবসময় আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করার। আজ আমি ইমামতি থেকে অবসর নিলাম। মসজিদ কমিটি আমাকে যেভাবে বিদায় সংবর্ধনা দিলো তাতে আমি অভিভূত। শেষ বয়সে এসে এমন সম্মান পেয়ে আমি খুবই আনন্দিত।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ