শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

মদিনাতুল উলূম মহিলা মাদরাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ (হবিগঞ্জ জেলা প্রতিনিধ) :

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মদিনাতুল উলূম মহিলা মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ এর কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় কৃতিত্ব অর্জন করায় মদিনাতুল উলূম মহিলা মাদরাসা ও এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

আজ ১৩ জুন,বৃহস্পতিবার, মাদরাসার মিলনায়তনে শায়খ মাওলানা ইমদাদুল্লার সভাপতিত্বে ও মাদরাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দীন চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। 
 
প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, জামিয়া ইমামবাড়ীর শায়খুল হাদীস মাওলানা ইমাদ উদ্দীন সাহেব, এছাড়া আরো বক্তব্য দেন মাওলানা শিব্বির আহমদ, বিশিষ্ট সমাজসেবক মাওলানা রুহুল আমীন, হাফিজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা ফখরুদ্দীন আহমদ মাওলানা সফর আলী প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন, মাদরাসার নায়বে মুহতামিম মাওলানা শফি আহমদ, আলহাজ্ব মশিউর রহমান চৌধুরী ,মো. সুমন আহমদ চৌধুরী, মো. জয়নাল আবেদিন, মো. আবীদ আলী, মো.এহসান আহমদ চৌধুরীসহ শিক্ষার্থীদের অভিভাবক ও মাদরাসার শুভাকাঙ্ক্ষীবৃন্দ। 

সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দরা মাদরাসার পরিচালনা ও রেজাল্ট নিয়ে ভূয়সী প্রশংসা করেন, বক্তারা বলেন জেলাজুড়ে অসংখ্য মহিলা মাদরাসা রয়েছে তাদের অন্যতম 'মদিনাতুল উলূম মহিলা মাদরাসা ও এতিমখানা'।

এসময় উপস্থিত অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও নগদ অর্থ হাতে তুলে দেন।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ