শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার আ.লীগ নেতাকর্মীর প্রভাবে নিউ ইয়র্কে ড. ইউনূসের সংবর্ধনা বাতিল আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা ইসলামি লেখক ফোরামের বৈঠক অনুষ্ঠিত, আসছে নতুন কর্মসূচি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে উত্তপ্ত খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার

এবার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পরিপ্রেক্ষিতে ফরিদপুরে স্বল্প আয়ের মানুষের জন্য ৫শ’ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে।

প্রথম দিনেই এতে বিপুল সাড়া পড়েছে। রমজানে কম মূল্যে গরুর মাংস কিনতে সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাধারণ মানুষকে।

পবিত্র রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষের ক্রয় সামর্থ্যের কথা বিবেচনা করে ডা. নাহিদ উল হকের প্রচেষ্টায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহরের আলীপুরে শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্স চত্বরে প্রতিদিন বিক্রি করা হবে এই গরুর মাংস। ব্যতিক্রমধর্মী এ আয়োজনে প্রথম দিনে অসংখ্য ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। সাধারণ ক্রেতারা এ উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানিয়েছেন।

রোববার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে এর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম ইশতিয়াক আরিফসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

ব্যতিক্রমী এ উদ্যোগের উদ্যোক্তা ডা. নাহিদ উল হক বলেন, ‘আমাদের দেশের মুসলমানদের কাছে গরুর গোস্ত বেশি প্রিয়। কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গরুর গোস্ত কিনতে পারে না। এ বিষয়টি বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, তার এ উদ্যোগের কথা শুনে মহৎ এ কাজের অংশীদার হিসেবে পাশে এসে দাঁড়িয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। ফরিদপুরের মানুষ যাতে এই রমজানে একটু স্বস্তিতে থাকতে পারে সেজন্যই এ প্রচেষ্টা। রোজার সারা মাসই এ উদ্যোগ অব্যাহত রাখা হবে ইনশাআল্লাহ।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনা করে এ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি সারা মাস এ কার্যক্রম অব্যাহত রাখতে পারব।’

প্রথম দিনে চারটি গরু জবাই করে গোস্ত বিক্রি করা হয়। ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিনই এভাবে গরুর গোস্ত বিক্রি করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

হাআমা/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ