শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ।। ৩০ কার্তিক ১৪৩১ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শরীয়তপুরে খানকায়ে হাফেজ্জী হুজুর রহ.-এর ইসলাহী জোর আগামীকাল জুলাই বিপ্লবের শহিদদের রক্তের অমর্যাদা জায়েয নয়: বায়তুল মোকাররমের খতিব রাজধানীর পল্টনে উদ্যোক্তা কনভেনশন ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত মাদানীনগর মাদরাসায় ২ দিনব্যাপী ‘ইসলাহী জোড়’ শুরু সংখ্যালঘুদের নিরাপত্তা আমাদের দায়িত্ব, ভারতের কিছু বলার দরকার নেই ‘মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, স্বাধীনতার সুফল নিয়ে শঙ্কা ছিল জামায়াতের’ ভোলায় সবজি আলু তেল চালের বাজারে অস্থিরতা মহিপালে ছাত্রহত্যা: দুই আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩ রংপুরে একই বিদ্যালয়ে ২০ যমজ শিশু শিক্ষার্থী তিন মাস পর ফের চালু হলো ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’

এটিএম লুঙ্গির তুলার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলে এটিএম লুঙ্গির কারখানার তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে প্রতিষ্ঠানটি। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার ( ১০ মার্চ ) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, হঠাৎ তুলার গোডাউনের পাশেই কারখানার ওয়ার্কশপে আগুনের শিখা দেখা যায়। পরে সেটি মুহূর্তের মধ্যেই তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে। এ সময় গোডাউনে কর্মরতরা চিৎকার শুরু করলে অন্য শ্রমিকরা এগিয়ে গিয়ে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসে যোগাযোগ করা হলে ৫টি ইউনিট কাজ করে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এটিএম লুঙ্গি কারখানার উইভিং সেক্টরের পরিচালক শরিফুল ইসলাম জানান, তুলায় থাকা লোহা জাতীয় কোনো কিছু ছিটকে কারেন্টে লেগে আগুনের সূত্রপাত হতে পারে। প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তদন্ত শেষে আগুন লাগার কারণ জানা যাবে।’

বিনু/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ