শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ।। ৩০ কার্তিক ১৪৩১ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফরিদপুরের সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সাংবাদিক লায়েকুজ্জামান

মো. সাখাওয়াত হোসেন

ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পাইককান্দী গ্রামের বিশিষ্ট সাংবাদিক লায়েকুজ্জামান আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

তার মৃত্যুর খবর নিশ্চিত করেন রূপালী বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার এসআরজে সুমন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে যান।

সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তার নিজ নতুন কর্মস্থল রূপালী বাংলাদেশ পত্রিকা অফিসে কর্তব্যরত অবস্থায় বুকে ব্যাথা অনুভব করলে সহকর্মীরা তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বে সাংবাদিক লায়েকুজ্জামান দৈনিক মানবজমিন, সকালের খবর, কালের কণ্ঠ পত্রিকায় জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবেও কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি রূপালী বাংলাদেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে যোগদান করেন।

লায়েকুজ্জামান ১৯৮০ সালে ফরিদপুর জেলা স্কুল থেকে এসএসসির পর রাজেন্দ্র কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স-মাস্টার্স করেন।

এদিকে সাংবাদিক লায়েকুজ্জামানের মৃত্যুতে তার ফরিদপুরের নগরকান্দার পাইককান্দী গ্রামের বাড়ি সহ  সকল গণমাধ্যম কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

আজ রবিবার সকাল সারে ১০টায় ডিআরইউতে ও ১১ টায় জাতীয় প্রেসক্লাবের টেনিস কোর্টে সাংবাদিক 
লায়েকুজ্জামান-এর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

হাআমা/


সম্পর্কিত খবর