গত কয়েক দিন ধরেই সারা দেশের মতো ঝিনাইদহের মহেশপুরে জেঁকে বসেছে শীত। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তীব্র ঠান্ডা থেকে অসহার মানুষদের বাঁচাতে রাস্তায় ঘুরে শীতবস্ত্র বিতরণ করেছেন স্থানীয় সমাজ সেবামুলক সংগঠন বেগম রিজিয়া মানব কল্যাণ উন্নয়ণ সংস্থা।
গত ১১ জানুয়ারি সীমান্তবর্তী মহেশপুর উপজেলার ফতেপুর, মতিলালপুর, পাতিবিলা,দত্তনগরসহ বিভিন্ন এলাকা ঘুরে গরিব আসহায় এতিম শিশুসহ ৪ টি মাদরাসতে ১০০ টি কম্বল বিতারণ করে সংগঠনটির নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সংস্থা পরিচালক ম্যানেজার মোহাইমিনুর রহমান, সদস্য মো. ছাব্বির হোসেন, মো. মজ্জেম হোসেন, মো. রণি খাঁন, মো. আব্দুল করিম, মো. জিহাদ, মো. রিফাত, মো. জয়নাল, মো.মারুফ, মো. আরাফাত, মো. ওবায়দুলসহ অন্যান্য সেচ্ছাসেবকগণ।
এছাড়া ভার্চুয়ালযুক্ত ছিলেন সংস্থার পরিচালক ইঞ্জিনিয়ার খন্দকার রেজাউল কাওনাইন।
তিনি বলেন, মহেশপুরসহ সারাদেশে শীতের তীব্রতা বাড়ছে। দরিদ্র-অসহায় মানুষেরা শীতে বেশি কষ্ট পাচ্ছেন। আমরা সাধ্যমতো সহযোগিতা করবো। আমরা আল্লাহর খুশি করার জন্য কাজ করি। এক্ষেত্রে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি
এনএ/