সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী বিরতিকে কাজে লাগিয়ে মুসলিম ফুটবলারদের ওমরা পালন ধর্ষণের বিচারে শরয়ি আইন থাকলে, কোন শিশু আর ধর্ষিত হতো না: উলামা-জনতা ঐক্য পরিষদ শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদে নতুন নোট বিতরণ স্থগিত ধর্ষণ এবং নারীর পরিচয় নিয়ে অবমাননায় ১৫১ আলেমের বিবৃতি ১০ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম ত্রাণ বন্ধের পর এবার গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করছে ইসরায়েল তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী ‘আলেমদের বিরুদ্ধে অস্ত্র তোলা জিহাদ নয়, সন্ত্রাসী কার্যক্রম’ পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

আলমডাঙ্গায় নুরানী বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

আলমডাঙ্গায় নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের ত্রৈমাসিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (১৮ জানুয়ারি)  আলমডাঙ্গা কাছারীপাড়াস্থ দারুস সুন্নাহ নুরানী একাডেমির মিলনায়তনে এ কর্মশালা সকাল দশটায় শুরু হয়ে দুপুর তিনটায় শেষ হয়। 

আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমিতে আয়োজিত এ কর্মশালায় আলমডাঙ্গা উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের অধীনে পরিচালিত ৪০টি নুরানী মাদরাসার প্রায় দেড়শ মুয়াল্লিম অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম নুরানী বোর্ডের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা ইমাম হুসাইন এবং মাওলানা ইউনুস সাহেব। 

প্রশিক্ষণ কর্মশালা শেষে ২০২৩ শিক্ষাবর্ষের বোর্ড পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ ও A+ প্রাপ্ত ছাত্রছাত্রীদের বোর্ড প্রদত্ত পুরস্কার তাদের প্রতিষ্ঠান প্রধানদের কাছে হাতে তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- দারুস সুন্নাহ নুরানী একাডেমি, কাছারিপাড়া (১৭টি), দারুল ইসলাম নুরানী মাদরাসা, নতুন বাসস্ট্যান্ড (১২টি), . দারুস সুফফা নুরানী মাদরাসা, জগন্নাথপুর (৪টি), দারুল কুরআন নুরানী মাদরাসা, জামজামী (৬টি),  মাদরাসাতুত তাকওয়া, কলেজপাড়া (৩টি)। 

প্রোগ্রাম শেষে দোয়া পরিচালনা করেন দারুস সুন্নাহ একাডেমির মুহতামিম মাওলানা ইমদাদুল হক।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ