আলমডাঙ্গায় নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের ত্রৈমাসিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আলমডাঙ্গা কাছারীপাড়াস্থ দারুস সুন্নাহ নুরানী একাডেমির মিলনায়তনে এ কর্মশালা সকাল দশটায় শুরু হয়ে দুপুর তিনটায় শেষ হয়।
আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমিতে আয়োজিত এ কর্মশালায় আলমডাঙ্গা উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার নুরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম, বাংলাদেশের অধীনে পরিচালিত ৪০টি নুরানী মাদরাসার প্রায় দেড়শ মুয়াল্লিম অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ প্রদান করেন চট্টগ্রাম নুরানী বোর্ডের সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা ইমাম হুসাইন এবং মাওলানা ইউনুস সাহেব।
প্রশিক্ষণ কর্মশালা শেষে ২০২৩ শিক্ষাবর্ষের বোর্ড পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ ও A+ প্রাপ্ত ছাত্রছাত্রীদের বোর্ড প্রদত্ত পুরস্কার তাদের প্রতিষ্ঠান প্রধানদের কাছে হাতে তুলে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- দারুস সুন্নাহ নুরানী একাডেমি, কাছারিপাড়া (১৭টি), দারুল ইসলাম নুরানী মাদরাসা, নতুন বাসস্ট্যান্ড (১২টি), . দারুস সুফফা নুরানী মাদরাসা, জগন্নাথপুর (৪টি), দারুল কুরআন নুরানী মাদরাসা, জামজামী (৬টি), মাদরাসাতুত তাকওয়া, কলেজপাড়া (৩টি)।
প্রোগ্রাম শেষে দোয়া পরিচালনা করেন দারুস সুন্নাহ একাডেমির মুহতামিম মাওলানা ইমদাদুল হক।
এনএ/