শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ।। ৩০ কার্তিক ১৪৩১ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নোয়াখালীতে খালের দখল নিয়ে যুবদল নেতা খুন ঘাটাইলে ৩৭৯ বস্তা সার জব্দ, ২ ব্যবসায়ীর জরিমানা ছাত্রদল নেতার ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী জখম জুলাই বিপ্লবের ১০০তম দিন আজ, দিনব্যাপী নানা কর্মসূচি জাপার সাবেক এমপি টিপুকে পুলিশে দিল জনতা সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: মুফতী ফয়জুল করীম আজারবাইজান থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত নারায়ণগঞ্জ ক্যাম্পাসের ভর্তি কার্যক্রম শুরু ৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে ছাত্র মজলিসের সংবর্ধনা কাল বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী, জেনে নিন সফরসূচি

একই দিনে হাফেজ ছোট্ট ২ শিশু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

একই দিনে হাফেজ হয়েছে ছোট্ট দুই শিশু মো: শায়ান বিন মামুন ও মো: জোবায়ের আহমাদ।

সোমবার (১৬ জানুয়ারি) ভোররাতে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে তারা।

মো: শায়ান বিন মামুনের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার কুর্শিপাড়া গ্রামে। তার বাবার নাম প্রোকৌশলী মো: মামুন উর রশিদ। 

আর মো: জোবায়ের আহমাদের বাড়ি ভোলার বোরহানুদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামে। তার বাবার নাম মো: তাজুল ইসলাম। 

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় অবস্থিত কওমি মাদরাসা ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’র হিফজ বিভাগের শিক্ষার্থী শায়ান ও জোবায়ের। এই বিভাগ থেকেই তারা পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।

হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ আবু জর ও সহকারী শিক্ষক হাফেজ নাহিদুল ইসলামসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক হাফেজ শায়ান ও হাফেজ জোবায়েরের হিফজ সম্পন্ন হওয়ায় উচ্ছ্বসিত।

এ প্রসঙ্গে ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’র মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী বলেন, ‘একই দিনে তারা দুজন আমাদের এখানে হিফজ সম্পন্ন করেছে। এটা আমাদের জন্য অনেক আনন্দের। আমরা দুনিয়া ও আখেরাতে তাদের দুজনেরই সাফল্য কামনা করি এবং আমাদের মাদরাসার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাদেরকে আরো বিস্তৃতভাবে দ্বীনের খেদমত আঞ্জাম দেয়ার তাওফিক দান করেন। আমীন।’

মাদরাসা সূত্রে জানা যায়, মো: শায়ান বিন মামুন ও মো: জোবায়ের আহমাদ দুজনেই বেশ মেধাবী। শুরুতে অল্প অল্প করে সবক দিলেও শেষদিকে এসে তারা উভয়েই ৮-১০ পৃষ্ঠা কোরআন মুখস্থ শুনিয়েছে। মো: শায়ান বিন মামুন সৌদি আরবে গিয়ে পড়াশোনা করে অনেক বড় আলেম হতে চায়। আর মো: জোবায়ের আহমাদের স্বপ্ন অনেক বড় হওয়ার।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ