শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ।। ৩০ কার্তিক ১৪৩১ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: মুফতী ফয়জুল করীম আজারবাইজান থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত নারায়ণগঞ্জ ক্যাম্পাসের ভর্তি কার্যক্রম শুরু ৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে ছাত্র মজলিসের সংবর্ধনা কাল বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী, জেনে নিন সফরসূচি আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় উত্তরাধিকার: মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম পিরোজপুর জেলা শাখা কমিটি গঠিত বাংলাদেশে দূতাবাস খোলার আশ্বাস আজারবাইজানের প্রেসিডেন্টের অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস সাতকাছেমিয়া মাদরাসায় তিন দিনব্যাপী সম্মেলন আগামীকাল থেকে শুরু

‘ট্রান্সজেন্ডারের গ্রাস থেকে সমাজকে রক্ষা করা ঈমানি দাবি’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

||হাসান আল মাহমুদ||

চুয়াডাঙ্গায় ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো চেতনাশীল তরুণ প্রজন্ম-এর উদ্যোগে ‘ট্রান্সজেন্ডার ভ্রান্ত মতবাদের শিকড় সন্ধানে’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।  

সোমবার (৮ ই জানুয়ারি ২০২৪ খ্রি.) দুপুর তিনটা থেকে চুয়াডাঙ্গার মাদরাসাতুর রহমানে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে ট্রান্সজেন্ডারের নানা কর্মকাণ্ড ল্যাপটপ এর মাধ্যমে প্রদর্শন করানো হয়। সেই সঙ্গে ট্রানজেন্ডারবাদের বিরুদ্ধে সতর্কতা অবলম্বনের জন্য একটি লিফলেট বিতরণ করা হয়। 

সেমিনারে ট্রান্সজেন্ডারবাদের মূল ইতিহাস ও তথ্যবহুল নিয়ে আলোচনা করেন তরুণ কলামিস্ট এনায়েতুল্লাহ ফাহাদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল আহাদ, ছাত্র নেতা মুহাম্মদ আবু বকর সিদ্দিক। 

আলোচকগণ বলেন, ‘ট্র্যান্সজেন্ডারবাদ একটি বিদঘুটে মতবাদ। অদ্ভুত এক শ্রেণির মানুষ এই মতবাদে বিশ্বাসী। বাংলায় যাদেরকে আমরা রূপান্তরকামী বলি। এ মতবাদ বলে, একজন পুরুষ যদি ‘নিজেকে নারী বলে মনে করে, তাহলে সে একজন নারী। সমাজ ও আইন নারী হিসেবেই তাকে বিবেচনা করবে। পক্ষান্তরে একজন নারী নিজেকে যদি পুরুষ মনে করে, তাহলে সে পুরুষ। সমাজ ও আইন পুরুষ হিসেবেই তাকে বিবেচনা করবে।

তারা বলেন, ‘ইসলামি শরিয়তে এ মতবাদ সম্পূর্ণ হারাম। তাই, সমাজকে এর গ্রাস থেকে রক্ষা করা আমাদের ঈমানের দাবি।’

হাফেজ আরজ আলীর দোয়া পরিচালনায় আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন তরুণ ব্যবসায়ী টুম্পা হাসান, ডা. জহিরুল ইসলাম, তরুণ শিক্ষার্থী আতাউল্লাহ, মুহিত হাসান, সাংবাদিক আরাফাত ইসলাম, মেসবাহুল ইসলাম, হাফেজ আতিক হাসান, ইব্রাহিম খলিল রাফি, সাঈদ আহমদ, মেসবাহউদ্দীন মুজাহিদ, তারিক জামিল, রবিউল ইসলামসহ নতুন প্রজন্মের একঝাঁক তরুণ প্রতিভাবান।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ