শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ।। ৩০ কার্তিক ১৪৩১ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: মুফতী ফয়জুল করীম আজারবাইজান থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত নারায়ণগঞ্জ ক্যাম্পাসের ভর্তি কার্যক্রম শুরু ৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে ছাত্র মজলিসের সংবর্ধনা কাল বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী, জেনে নিন সফরসূচি আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় উত্তরাধিকার: মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম পিরোজপুর জেলা শাখা কমিটি গঠিত বাংলাদেশে দূতাবাস খোলার আশ্বাস আজারবাইজানের প্রেসিডেন্টের অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস সাতকাছেমিয়া মাদরাসায় তিন দিনব্যাপী সম্মেলন আগামীকাল থেকে শুরু

ভোটের সকালে চট্টগ্রামে পুলিশ-অবরোধকারী সংঘর্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকায় সড়ক অবরোধের চেষ্টা করেছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় অবরোধকারীদের।

রোববার সকাল ৮টায় ভোট শুরুর পর সোয়া ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানার শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত বলেন, “শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে কিছু লোক রাস্তায় আগুন লাগিয়ে সড়ক অবরোধ করে। পুলিশ গিয়ে তাদের ধাওয়া করলে তারা ইটপাটকেল নিক্ষেপ করে।

‘পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে। তারা থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ করছে।’

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ঘিরে ৪৮ ঘণ্টার হরতাল করছে বিএনপি। নির্বাচন বর্জন করা দলটি ভোটারদের কেন্দ্রে না যাওয়ারও আহ্বান জানিয়ে আসছে।

জানা যায়, চট্টগ্রামের ১৬টি আসনে রোববার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। নগরীর ভোটকেন্দ্র গুলোতে সকালের দিকে ভোটার উপস্থিতি ছিল কম। উপজেলার কেন্দ্রগুলোর মধ্যে কয়েকটিতে সকাল থেকে কেন্দ্রে ভোটারের লাইন দেখা গেছে।

চট্টগ্রামে ভোটের প্রচারের সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনুসারীদের মধ্যে কয়েকটি আসনে সংঘাত হয়েছিল। তবে শুক্রবার রাত থেকে ভোটকেন্দ্রে আগুন দেওয়ার একাধিক ঘটনা ঘটে।

শনিবার ভোটের সরঞ্জামবাহী বাসেও আগুন দেয়া হয়। মহাসড়কে লোহার পাত ফেলে রাখার মত ঘটনাও ঘটে।

রোবাবার সকাল থেকে ভোট শুরুর পর সকাল সাড়ে ৯টা পর্যন্ত নির্বাচনকেন্দ্রিক কোনো গোলযোগের খবর পাওয়া না গেলেও সড়ক অবরোধ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটল।

/এইচএএম

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ