শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: মুফতী ফয়জুল করীম আজারবাইজান থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত নারায়ণগঞ্জ ক্যাম্পাসের ভর্তি কার্যক্রম শুরু ৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে ছাত্র মজলিসের সংবর্ধনা কাল বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী, জেনে নিন সফরসূচি আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় উত্তরাধিকার: মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম পিরোজপুর জেলা শাখা কমিটি গঠিত বাংলাদেশে দূতাবাস খোলার আশ্বাস আজারবাইজানের প্রেসিডেন্টের অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস সাতকাছেমিয়া মাদরাসায় তিন দিনব্যাপী সম্মেলন আগামীকাল থেকে শুরু

খুলনায় দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম শাহরিয়ার তাজ
খুলনা প্রতিনিধি 

খুলনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল শনিবার কেএমপি প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নগরীর খালিশপুরের ১৬৩নং হাউজিং এস্টেট রোডের মৃত হাসানুজ্জামানের ছেলে মোঃ তারেকুজ্জামান বাদী হয়ে এ নঘটনায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলো হরিণটানার আরাফাত আবাসিক এলাকার হানিফ হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার (২১) ও সোনাডাঙ্গা বাইপাস বাস স্ট্যান্ডের পেছনের আব্দুল মোতালেব খানের ছেলে আমিন খান শামীম (২৫)। পলাতক আসামি সোনাডাঙ্গার আদর্শ পল­ীর মন্টু খন্দকারের ছেলে রানা (২৩)।

কেএমপি জানিয়েছে, গত ১ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে শিববাড়ী মোড় থেকে ইজিবাইক যোগে সোনাডাঙ্গা বাস টার্মিনালের দিকে যাওয়ার পথে সিটি ইন হোটেলের সামনে ছিনতাইকারী আকাশ হাওলাদার, আমিন খান শামীম ও রানা একটি মোটরসাইকেল যোগে পিছন দিক থেকে মামলার বাদীর বাম হাতে থাকা জবফসর ঘড়ঃব ৫ মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়। বাদী তারেকুজ্জামান তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সহায়তায় দু’টি মোটরসাইকেল দিয়ে ছিনতাইকারীদের পিছু পিছু ধাওয়া করে। একপর্যায়ে উক্ত থানাধীন মজিদ স্মরণীস্থ আই হসপিটাল সংলগ্ন ণবষষড়ি শো-রুমের সামনে থেকে ১ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ৭টার দিকে উপস্থিত লোকজনের সহায়তায় ছিনতাইকারীদের আটক করে। আটককালে মামলার ৩নং আসামি রানা কৌশলে জবফসর ঘড়ঃব ৫ মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।  পরে পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত ঞঠঝ অঢ়ধপযব জঞজ ১০০ সিসি মোটরসাইকেল (রেজিঃ নং-খুলনা মেট্রো-ল-১১-৬৫৫১) জব্দ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ