বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: মুফতী ফয়জুল করীম আজারবাইজান থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত নারায়ণগঞ্জ ক্যাম্পাসের ভর্তি কার্যক্রম শুরু ৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে ছাত্র মজলিসের সংবর্ধনা কাল বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী, জেনে নিন সফরসূচি আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় উত্তরাধিকার: মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম পিরোজপুর জেলা শাখা কমিটি গঠিত বাংলাদেশে দূতাবাস খোলার আশ্বাস আজারবাইজানের প্রেসিডেন্টের অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস সাতকাছেমিয়া মাদরাসায় তিন দিনব্যাপী সম্মেলন আগামীকাল থেকে শুরু

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগামী চাকলাদার পরিবহনের একটি বাস চাঁপাদিয়ে পিসে মারলো ৭০ বছরের এক বৃদ্বাকে। 

রোববার (১৯নভেম্বর) আনুমানিক বেলা সাড়ে ১১টার সময় ভাঙ্গা-খুলনা মহাসড়কের উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে এঘটনাটি ঘটে।

মৃত বৃদ্ধ মুনসুরাবাদ গ্রামের মৃত খালেক শেকের পুত্র রোকন উদ্দিন শেখ (৭০)। এ ঘটনার পর স্থানীয় জনতা আধা ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে ঘটনাজানতে পেরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী চাকলাদার পরিবহনের একটা বাস (যশোর-ব-১১- ০২৪৬) রং সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকা রোকন শেখকে সড়কে বাস চাপাদিয়ে মেরে পালিয়ে যায় । পরে স্থানীয় জনতা মটর সাইকেল নিয়ে ধাওয়া করে এবং পুলিশের সহায়তায় ভাঙ্গা বিশ্বরোড এলাকা থেকে বাসটিকে আটক করে। পরে বাসটিকে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যায় । ঘটনার পর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. খায়রুল আনাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং ভাঙ্গা বিশ্বরোড এলাকা থেকে চাকলাদার পরিবহনকে আটক করি। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহল জানান, পরিবহন গুলো এতই দ্রুত গতিতে চলার কারণে প্রায়ই   এসব দুর্ঘটনা ঘটছে। রাস্তা পারাপারের সময় একটু সময় তো লাগে, সেই সময়টুকু পাওয়া যায় না। পদ্মা সেতু হওয়ার কারণে /রাস্তা ভালো হওয়ার কারণে চালকগণ খুবই দ্রুতগতিতে গাড়ি চালান তারা। বৃদ্ধা মানুষ রাস্তা পার হতে একটু সময় লেগে গেছে তাতেই পিছন থেকে গাড়ি এসে চাঁপা দিলে এই দুর্ঘটনা ঘটলো। প্রতিটি স্ট্যান্ডে একটু স্লো করে গাড়ি গুলো চলা উচিত বলে মনে করছেন অথবা স্প্রিট ব্রেকার দেওয়া উচিত বলে মনে করছি জানান এলাকার সচেতন মহল।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ