বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ।। ২৯ কার্তিক ১৪৩১ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সংষ্কার কাজ দ্রুত শেষ করে নির্বাচনের ব্যবস্থা করুন: মুফতী ফয়জুল করীম আজারবাইজান থেকে দেশে ফিরেছেন ড. মুহাম্মদ ইউনূস মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার পরিচালিত নারায়ণগঞ্জ ক্যাম্পাসের ভর্তি কার্যক্রম শুরু ৪৯ দিনে কোরআন হিফজ করা বিস্ময় শিশু হাবিবুরকে ছাত্র মজলিসের সংবর্ধনা কাল বাংলাদেশে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী, জেনে নিন সফরসূচি আলেমদের রাজনীতি আল্লাহর নবীদের রাষ্ট্রীয় উত্তরাধিকার: মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম পিরোজপুর জেলা শাখা কমিটি গঠিত বাংলাদেশে দূতাবাস খোলার আশ্বাস আজারবাইজানের প্রেসিডেন্টের অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস সাতকাছেমিয়া মাদরাসায় তিন দিনব্যাপী সম্মেলন আগামীকাল থেকে শুরু

১১ বছর বয়সেই হাফেজ ছোট্ট শিশু তামিম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

মাত্র ১১ বছর বয়সেই হাফেজ হয়েছে ছোট্ট শিশু মো: তামিম হাসান। সোমবার (১৩ নভেম্বর) ভোররাতে আনুষ্ঠানিকভাবে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে সে।

জানা যায়, তামিম হাসানের বাড়ি ভোলার সদর উপজেলার চর মনসা গ্রামে। তার বাবার নাম নূর আলম আল-আমিন।

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় অবস্থিত কওমি মাদরাসা ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’র হিফজ বিভাগের শিক্ষার্থী তামিম। এই বিভাগ থেকেই সে পবিত্র কোরআনের হাফেজ হয়েছে।

হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ আবু জর ও সহকারী শিক্ষক হাফেজ জোবায়ের আহমাদসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক তামিম হাসানের হিফজ সম্পন্ন হওয়ায় বেশ উচ্ছ্বসিত। 

এ প্রসঙ্গে ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’র মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী বলেন, ‘তামিম হাসানের বাবা খেটে খাওয়া একজন মানুষ। অনেক আশা করে তিনি তার সন্তানকে আমাদের এখানে ভর্তি করেছেন এবং আলহামদুলিল্লাহ ছোট্ট তামিম তার মা-বাবার আশা পূরণ করতে সক্ষম হয়েছে।’

তবে আর্থিক স্বচ্ছলতা না থাকায় তামিমের লেখাপড়ার খরচ চালিয়ে যেতে পারেননি তার বাবা। পরে ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’ তার পড়াশোনা ও যাবতীয় ব্যয়ভার গ্রহণ করে বলেও জানান প্রতিষ্ঠানটির মুহতামিম মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী। 

তিনি তামিম হাসানসহ তার পরিচালিত মাদরাসা এবং সেখানকার সব শিক্ষক ও শিক্ষার্থীর দুনিয়া ও আখেরাতে সফলতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ