দেশের প্রাচীনতম দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় শূরা অধিবেশন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) মৌলভীবাজার শেখবাড়ী মসজিদে হযরত বেলাল (রাযি.) মিলনায়তনে সংগঠনটির আমির আল্লামা মুহাম্মাদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেনে যুগ্ম মহাসচিব মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী ও মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরীর যৌথ সঞ্চালনায় বিগত বছরে সংগঠনের সকল কার্যক্রমের ওপর প্রতিবেদন তুলে ধরে অবিলম্বে গাজায় ইসরায়েলি আক্রমণ বন্ধ সহ বিভিন্ন বিষয়ে আহ্বান জানানো হয়।
উপস্হিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, ইসলামি চিন্তাবিদ মুফতি মুজিবুর রহমান চাটগামী, সিলেট ইমাম সমিতির সভাপতি মাওলানা শিহাব আহমদ, কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মুফতি শফিকুর রহমান, বাহুবল চলিতাতলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেক , দারুল এরশাদ বহুলা মাদ্রাসার মুহতামিম মাওলানা জাবের আল হুদা চৌধুরী, আশুগঞ্জ মাদরাসার শাইখুল হাদীস আল্লামা মোশাররফ হোসেন, রেঙ্গা মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাজিদুর রহমান, বি-বাড়িয়া উচালিয়া পাড়া মাদরাসার মুহতামিম মাওলানা জহিরুল ইসলাম, আঞ্জুমানের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, বরুণা মাদরাসার মুহাদ্দিস মাওলানা রশিদ আহমদ হামিদ, মাওলানা আশরাফ আলী হরসপুরী প্রমুখ।
এনএ/