সোমবার, ১০ মার্চ ২০২৫ ।। ২৫ ফাল্গুন ১৪৩১ ।। ১০ রমজান ১৪৪৬


খতিবকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিলো গ্রামবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সুন্দরবন ঘেষা এবং খান জাহান আলি রহমতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত বাগেরহাট জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত খান জাহান পল্লী জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ইসহাক ফরিদী ব্যক্তিগত ও পারিবারিক কারণে নিজ দায়িত্ব হতে অব্যাহতি নেন।

শুক্রবার ( ২৮ সেপ্টেম্বর) তাঁর বিদায় উপলক্ষে এলাকাবাসী মুসল্লীবৃন্দ ও মসজিদ কমিটির উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মসজিদ কমিটির সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন ডাক্তার মামুনুর রশিদ, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল করিম, হাফেজ মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আকুল, হুমায়ুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচকবৃন্দ বলেন, আমরা একজন গবেষক আলেম পেয়েছিলাম, তার পক্ষ থেকে আলোচনা কুরআন হাদিসের বিষয়গুলো থেকে আমরা উপকৃত হয়েছি। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

মুফতি ইসহাক ফরিদীর বিদায়ের সময় মুসল্লিদের কান্নায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে তাকে বিশেষ সম্মাননা ও হাদিয়া প্রদান করা হয়।

টিএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ