শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

ঢাকায় মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ ইব্রাহিম খলিল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

বরগুনার পাথরঘাটার বাসিন্দা মো. ইব্রাহিম খলিল উল্লাহ যায়েদ (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্র্থী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে।  বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোন সন্ধান না পেয়ে মা মোসাঃ রাজিয়া বেগম পাথরঘাটা থানায় ১৫ সেপ্টেম্বর একটি সাধারণ ডায়েরি করেন।

নিখোঁজ ইব্রাহিম খলিল পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের মো. জয়নাল খানের ছেলে। সে ঢাকার আব্দুল্লাহপুর এমদাদুল উলুম মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

ইব্রাহিম খলিলের মা রাজিয়া বেগম বলেন, গত বুধবার বিকেলে পাথরঘাটার বাসা থেকে ইসলাম পরিবহনের গাড়িতে ঢাকার আব্দুল্লাহপুরের মাদরাসার উদ্দেশে রওনা দেয়। পরদিন বৃহস্পতিবার বিকেলে মাদরাসার প্রধান শিক্ষক মো. আবু হানিফার সঙ্গে যোগাযোগ করে জানা যায় ইব্রাহিম খলিল মাদরাসায় যায়নি। পরে বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ ইব্রাহিম খলিলের বড় ভাই রাকিব হাসান এক ফেসবুক পোস্টে লিখেন, মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ যায়েদের বয়স ১৪ বছর, গায়ের রং ফর্সা, গায়ে ছিল সাদা পাঞ্জাবি-পাজামা ও মাথায় ছিল টুপি এবং চোখে ছিল চশমা। তার মুখমণ্ডলে হালকা ব্রণের দাগ রয়েছে ‌ এবং মাঝারি স্বাস্থ্যের অধিকারী। যদি কোন ব্যক্তি নিখোঁজের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্ন নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে বলা হলো- মোঃ রাকিব হাসান- 01888582758

এ ব্যাপারে জানতে চাইলে পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান গণমাধ্যমকে বলেন, নিখোঁজ মাদ্রাসাছাত্র ইব্রাহিম খলিলকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ