ভোলা-৩ আসনের সংসদ-সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, শেখ হাসিনার সরকার মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী করেছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষার সঙ্গে মাদ্রাসা শিক্ষার বৈষম্য ও সুযোগ-সুবিধা দূর করেছেন।
এখন মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকরা সমসুযোগ পাচ্ছেন। এর অবদান একমাত্র শেখ হাসিনার। শুক্রবার লালমোহনে ইসলামিয়া কামিল মাদরাসার চার তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব রাষ্ট্র নায়ক। ভবিষ্যত প্রজন্মকে সুশিক্ষিত হিসেবে গড়তে দেশের শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিচ্ছেন তিনি। আওয়ামী লীগ সরকার যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়। দেশে বৃদ্ধি পায় শিক্ষারমান।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে চার তলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মনির হোসেন, অধ্যক্ষ মুহাম্মদ মোশাররফ হোসাইন।
এমআর/