রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দাওয়াত ও তাবলীগ, কওমী মাদরাসা এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে ০৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার সকাল ৯ টায় অনুষ্ঠিতব্য ইসলামী মহাসম্মেলন সফল করা এবং ঢাকাবাসীর প্রতি সারাদেশ থেকে সম্মেলনে যারা আসবেন তাদের যথাসাধ্য সহযোগিতা করার আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর নেতৃবৃন্দ।
সেইসাথে সম্মেলনকে সফল করার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দুআ-কান্নাকাটি অব্যাহত রাখা এবং সম্ভাব্য সকল বিভ্রান্তিমূলক অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহবানও জানান তারা।
গতকাল (০২ নভেম্বর ২০২৪) শনিবার রাত ৮ টায় রাজধানীর লালবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের মাসিক পরামর্শ সভা থেকে নেতৃবৃন্দ এই আহবান জানান।
পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে উলামা-মাশায়েখের মহাসম্মেলন মঙ্গলবার
খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মোফাচ্ছির হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মুফতি আব্দুস সালাম, মাওলানা সাইফুল ইসলাম জামালী, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান, জাকির হুসাইন, অর্থ সম্পাদক মাওলানা জাফর আহমদ, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি রুহুল আমিন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা তালহা জুবায়ের, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মোহাম্মাদুল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস সবুর খান সুমন, নির্বাহী সদস্য মাওলানা ইমাম হুসাইন প্রমূখ।
সভায় মহানগরের নতুন কমিটির দায়িত্বশীলদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, মহানগরীর থানা ও ওয়ার্ডসমূহে কমিটি গঠন ও নবায়ন কার্যক্রম জোরদার করা, আগামী ২৯ নভেম্বর কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সফল করা, দাওয়াতী মাস ও সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রম হাতে নেয়াসহ জাতীয় ও সাংগঠনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা-পর্যালোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
হাআমা/