শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ।। ৫ আশ্বিন ১৪৩১ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা নেতানিয়াহুকে হত্যাচেষ্টার অভিযোগে ইসরায়েলি নাগরিক গ্রেপ্তার 'উলামায়ে কেরামদের বাদ দিয়ে দেশের উন্নয়ন অসম্ভব'   নিউইয়র্কে যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধান উপদেষ্টার গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা, নারী-শিশুসহ নিহত ২৮ ফিলিস্তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার রাজনীতি বন্ধের সিদ্ধান্ত 'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে' ঢাবিতে যুবক হত্যায় ছাত্রলীগ নেতাসহ ৩ জন আটক কওমী মাদরাসার ছাত্রদেরকে বিসিএস এ অংশগ্রহণের সুযোগ না দেওয়া বৈষম্য: মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই  সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে ঢাকায় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ

বাংলাদেশ নৈশ মাদরাসা শিক্ষা বোর্ডের বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণ সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশ নৈশ মাদরাসা শিক্ষা বোর্ডের বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) সকাল ৭টায় বসিলা মোহাম্মদপুর অবস্থিত আন-নুর নৈশ মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন কনা হয়।

উপস্থিত ছিলেন হাটহাজারী মাদরাসার সম্মানিত মহাপরিচালক মাওলানা খলিল আহমদ কাসেমী, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, যাত্রাবাড়ী মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আহমদ ঈসা, জামিয়া রহমানিয়া আরাবিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম মিজান,জামিউল উলুমের মুহাদ্দিস মাওলানা আবুল কাসেম নোমানী,আরজাবাদ মাদরাসার মুহতামিম মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মুফতি মুজিবুর রহমান কাসেমি, বিশিষ্ট দ্বাঈ মুফতি জুবাইর, মুফতি নুরুল ইসলাম কাসেমী, বোর্ড মহাসচিব মাওলানা জহিরুল ইসলাম সিরাজী, মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরিসহ প্রমূখ।

মুফতি রবিউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত শত শত বয়স্ক শিক্ষার্থীরা। এসময় অভিব্যক্তি বক্তব্য করেন মাওলানা হাসান মুরাদসহ বিভিন্ন নৈশ মাদরাসার পরিচালকবৃন্দ ও কৃতি ছাত্ররা।

অনুষ্ঠানে বক্তারা বয়স্কদের মাঝে দ্বীন শেখানোর এ নব পদ্ধতির ভূয়সী প্রশংসা করে সব মসজিদ কেন্দ্রিক বয়স্ক মাদরাসা গড়ে তোলার আহবান জানান।

আসরের পর বোর্ডে সভাপতি শায়খ নাজমুদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা মাহফুজুল হকের হাত থেকে কৃতি ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ