আপনার ওপর নজর রাখছে ফেসবুক-ইনস্টাগ্রাম, বন্ধ করবেন যেভাবে
প্রকাশ:
২২ এপ্রিল, ২০২৫, ১২:২৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ এবং সে অনুযায়ী বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহারকারীদের অনলাইন কার্যকলাপের বিস্তারিত তথ্য সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এর ফলে ব্যবহারকারীদের দেখা ওয়েবপেজ, কনটেন্ট, লাইক ও কমেন্ট করা পোস্টসহ অবস্থানসংক্রান্ত সব তথ্য চলে যায় ফেসবুক ও ইনস্টাগ্রামের কাছে। তবে প্রতিষ্ঠান দু’টির কাছে চলে যাওয়া তথ্য প্রক্রিয়া বন্ধ করারও ব্যবস্থা রয়েছে। সেটিংস পরিবর্তন করে অনলাইন তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করা যায়। যেভাবে তথ্য প্রক্রিয়া বন্ধ করা যায়— ফেসবুকে তথ্য প্রক্রিয়া বন্ধ করবেন যেভাবে এরপর স্ক্রল করে ইউর ইনফরমেশনস অ্যান্ড পারমিশনস নির্বাচনের পর নিচে থাকা ইউর অ্যাক্টিভিটি অব মেটা টেকনোলজিস ক্লিক করতে হবে। এবার ম্যানেজ ফিউচার অ্যাকটিভিটি ট্যাপের পর ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি অপশন নির্বাচন করতে হবে। এরপর কনটিনিউ বাটনে ক্লিক করে ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি বাটনে পুনরায় ট্যাপ করলেই ফেসবুক আর অনলাইন কার্যক্রমের তথ্য সংগ্রহ করবে না। ইনস্টাগ্রামে তথ্য প্রক্রিয়া বন্ধ করবেন যেভাবে এবার পরের পৃষ্ঠায় অ্যাকাউন্টস সেন্টার নির্বাচন করে অ্যাকাউন্ট সেটিংসের নিচে থাকা ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন অপশনে ট্যাপ করতে হবে। এরপর পরের পৃষ্ঠায় ইউর অ্যাকটিভিটি অব মেটা টেকনোলজিস নির্বাচনের পর ম্যানেজ ফিউচার অ্যাকটিভিটিতে ট্যাপ করে ডিসকানেক্ট ফিউচার অ্যাকটিভিটি ক্লিক করতে হবে এনএইচ/ |