গত এক বছরে ১ হাজার ১৩৩টি জোরপূর্বক বিয়ে রুখে দিয়েছে আফগান সরকার
প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫, ১১:০৪ দুপুর
নিউজ ডেস্ক

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকার নারীদের জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। গত এক বছরে দেশজুড়ে ১ হাজার ১৩৩টি জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা সফলভাবে রুখে দিয়েছে দেশটির ‘পুণ্যের প্রচার ও পাপাচার প্রতিরোধ মন্ত্রণালয়’।

রবিবার (২০ এপ্রিল) এক স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল ইসলাম খাইবার। তিনি বলেন, “আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মীরা গত এক বছরে দেশব্যাপী ১ হাজার ১৩৩টি জোরপূর্বক বিয়ের ঘটনা প্রতিরোধ করতে সক্ষম হয়েছেন। এ ধরনের অন্যায় আমরা কঠোরভাবে দমন করছি।”

২০২১ সালে তালেবানের ক্ষমতায় ফিরে আসার পর পুনর্গঠিত এই মন্ত্রণালয়টি সামাজিক অনুশাসন ও শরিয়াভিত্তিক নীতিমালা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নারীদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া ইসলাম ও মানবাধিকারের পরিপন্থী। তাই এসব অন্যায় বিয়ে ঠেকাতে নিরলসভাবে কাজ করছেন তারা।

এই পদক্ষেপকে অনেকেই তালেবান সরকারের নারীনীতি নিয়ে বহির্বিশ্বে গঠিত সমালোচনার পটভূমিতে একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন। যদিও নারীদের শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে সমালোচনা রয়েছে, তথাপি জোরপূর্বক বিয়ের মতো গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে সরকারের কড়া অবস্থান সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই বিবেচিত হচ্ছে।

সূত্র: হুরিয়াত রেডিও

এনএইচ/