জামিয়াতুশ শায়খ খালিদ আল আরাবিয়া ঢাকা’র পথচলা শুরু
প্রকাশ:
২২ এপ্রিল, ২০২৫, ০৯:৫৬ সকাল
নিউজ ডেস্ক |
![]()
ঢাকায় নতুনভাবে দ্বীনি শিক্ষার এক বিশুদ্ধ ধারার সূচনা হলো ‘জামিয়াতুশ শায়খ খালিদ আল আরাবিয়া ঢাকা’র মাধ্যমে। সোমবার (২১ এপ্রিল) বাদ মাগরিব জামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক সায়্যিদুত তায়েফাহ আল্লামা খালেদ সাইফুল্লাহর ইফতিতাহী দরস এবং বিশেষ দোয়া-মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়। প্রাথমিকভাবে ‘তাখাসসুস ফিল ফিকহ ওয়াল ইফতা’ বিভাগ চালুর মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু হলেও প্রতিষ্ঠানটি অচিরেই প্রাথমিক স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত সকল শিক্ষাবিভাগ চালুর লক্ষ্যে কাজ করবে। এ প্রসঙ্গে প্রতিষ্ঠাতা আল্লামা খালেদ সাইফুল্লাহ বলেন, ‘জামিয়াতুশ শায়খ খালিদ আল আরাবিয়া ঢাকা একটি গতানুগতিক ধারার বাইরে স্থাপিত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে ব্যক্তি থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিসর পর্যন্ত ইসলামি জীবনের বাস্তব প্রয়োগ ক্ষেত্র তৈরিই এর বিশেষ লক্ষ্য।’ তিনি আরও বলেন, ‘এটি নিয়ে আমার বিরাট স্বপ্ন, আমি আমার জীবনকে এ কাজে উৎসর্গ করেছি, একমাত্র আল্লাহর ওপর ভরসা রেখে এই যাত্রা শুরু করেছি। আমি দেশবাসী ও মুসলিম উম্মাহর সকলের দোয়ার মুহতাজ।’ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামিয়ার প্রধান মুফতি, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকার মুহতামিম, দারুল উলূম ঢাকার শাইখুল হাদিস এবং ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার সিনিয়র মুহাদ্দিস শাইখুল হাদিস আল্লামা মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী। এতে আরও উপস্থিত ছিলেন দেশের বরেণ্য আলেম, শিক্ষক, শিক্ষাবিদ ও সমাজসেবীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— কাজীপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা যোবায়ের আহমাদ, বাইতুল ফালাহ জামে মসজিদের (মিরপুর-৬) খতিব মাওলানা মুফতি আব্দুল্লাহ আল বকর কাসেমী, ফেডারেল ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জনাব ড. মুহিব্বুল্লাহ, ফ্রিল্যান্স হাব বিডি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার সাদাত কবির, মুন্সীবাড়ী জামে মসজিদের মুতাওয়াল্লী জনাব শফিউল্লাহ, প্রকৌশলী জনাব ফরিদুল ইসলাম, জামিয়ার সহকারী মুফতি হযরত মাওলানা ওবায়দুল্লাহ সিরাজী, মাওলানা মুফতী নুর হোসাইন ও মাওলানা শাহাদাত হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানটি প্রতিষ্ঠাতা মহাপরিচালক সায়্যিদুত তায়েফাহ আল্লামা খালেদ সাইফুল্লাহর সমাপনী বক্তব্য ও দোয়া-মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। এনএইচ/ |