বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক ভালো কিছু নিয়ে আসবে : আন্দালিব রহমান পার্থ
প্রকাশ:
০৫ এপ্রিল, ২০২৫, ০৬:৪৯ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস হলেন আন্তর্জাতিক সম্পদ। বিশ্বব্যাপী যে কয়জন ব্যক্তিত্ব রয়েছেন, তার মধ্যে ড. ইউনূস উল্লেখযোগ্য। থাইল্যান্ডে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে, তা দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।তাই বিষয়টি আমি পজিটিভলি দেখি।’ শনিবার (৫ এপ্রিল) বিকেলে ভোলা শহরের উকিলপাড়া এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পার্থ বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তবে আমি বিশ্বাস করি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর প্রয়োজনীয় সংস্কারগুলো হবে আর যেগুলো হবে না সেগুলো জনগণের নির্বাচিত সরকার করবে।’ তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার কী কী সংস্কার করবে সেগুলো আমরা এখনো নিশ্চিত হইনি। সংস্কারের ওপর আগামীতে অনেক কিছুই নির্ভর করে। আগামীতে কেমন নির্বাচন হবে। প্রার্থী কারা হবেন বা হতে পারবেন।’ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. মাকসুদুর রহমান সোহেল, যুগ্ম আহ্বায়ক রিফাত হাওলাদার, কেন্দ্রীয় যুব সংহতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান হান্নান, ভোলা জেলা ছাত্রসমাজের সভাপতি শান্ত ঘোষ প্রমুখ। এসএকে/
|