শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে ভর্তি শুরু ৬ই এপ্রিল
প্রকাশ: ০৩ এপ্রিল, ২০২৫, ১১:২৬ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশে উচ্চতর গবেষণামূলক ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি উজ্জ্বল নক্ষত্রের নাম শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক, দেশের অন্যতম শীর্ষ মুফতি ও বরেণ্য আলেম শাইখুল হাদিস ও প্রধান মুফতি আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ ।  

জানা যায়, ‘শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার ঢাকা’য় ১৪৪৬-৪৭ হিজরি শিক্ষাবর্ষে

ইফতা, আদব, দাওরায়ে হাদিস-সহ সকল বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে ৬-ই এপ্রিল

২০২৫, রবিবার সকাল ৯টা হতে।

ভর্তি কার্যক্রম কুড়িল বিশ্বরোড সংলগ্ন কুড়াতলী বাজার আল-হেরা টাওয়ার ক্যাম্পাসেই পরিচালিত হবে। তবে নতুন বর্ষের শিক্ষা কার্যক্রম এয়ারপোর্ট এর পূর্ব পাশে কাওলার স্থায়ী ক্যাম্পাসে পরিচালিত হবে ইনশাআল্লাহ!

ফর্ম গ্রহণের পদ্ধতি:

ভর্তিচ্ছু তালিবে ইলমকে স্বহস্তে আরবি ও উর্দু দুটি দরখাস্ত লিখে মহাপরিচালক মহোদয় থেকে

অনুমোদন নিয়ে দফতরে তা'লীমাত থেকে ফরম সংগ্রহ করতে হবে। 

বিভাগভিত্তিক কোটা ও মেয়াদ:

  • উচ্চতর ইসলামি আইন (ইফতা) বিভাগ। মেয়াদ ২ বছর। কোটা : ৫০ জন।
  • উচ্চতর হাদিস গবেষণা (উলুমুল হাদিস) বিভাগ। মেয়াদ ২ বছর। কোটা ৪০ জন
  • উচ্চতর কুরআন গবেষণা (তাফসির) ও দাওয়াহ বিভাগ। মেয়াদ ১ বছর। কোটা ৩০জন।
  • উচ্চতর আরবি সাহিত্য (আদব) বিভাগ। মেয়াদ ১ বছর। কোটা ৫০ জন।
  • দাওরায়ে হাদিস (তাকমিল)। মেয়াদ ১ বছর। কোটা ১০০ জন।
  • মিশকাত (ফযিলত)। মেয়াদ ১ বছর। কোটা ১০০ জন।
  • হিফজুল কুরআন বিভাগ

ভর্তি আবেদনের যোগ্যতা:

ইফতা ও উলুমুল হাদিস বিভাগ: তাকমীলের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতায। (দাখেলা পরীক্ষায়

মুমতায স্তরে উত্তীর্ণ হলেও ভর্তির সুযোগ থাকবে।)

আদব ও তাফসীর বিভাগ: তাকমীলের কেন্দ্রীয় পরীক্ষায় মুমতায/জায়্যিদ জিদ্দান। (জায়্যিদ

এর ক্ষেত্রে দাখেলা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া শর্ত)

বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষার বিষয়:

ইফতা: মৌখিক : * হিদায়া-৩/ফাতহুল কাদীর * নুরুল আনওয়ার (কিতাবুল্লাহ)

লিখিত : * ফিকহ্, উসূলে ফিকহ * উন্মুক্ত প্রবন্ধ

হাদিস: মৌখিক : * সহীহ বুখারী-১/ফাতহুল বারী * শরহে নুখবা। লিখিত : * হাদিস,

উসূলে হাদিস * উন্মুক্ত প্রবন্ধ

তাফসির: মৌখিক : * তাফসীরে জালালাইন * নাহু-সরফ।    লিখিত : * আরবি প্রবন্ধ

আদব: মৌখিক : * আল-কিরাআতুর রাশিদা * নাহু-সরফ। লিখিত : * আরবি প্রবন্ধ

দাওরা: মৌখিক * মিশকাত শরীফ-১,২ *আরবি, উর্দু ইবারত

মিশকাত: মৌখিক * হিদায়া-১,২ *আরবি, উর্দু ইবারত

ফরম: ২০০ (দুই'শ) টাকা। ভর্তি ফি: ২০০০ (দুই হাজার) টাকা। আইডি কার্ড: ২৫০ (দুই'শ

পঞ্চাশ) টাকা।

মাসিক প্রদেয়

দাওরা-মিশকাত: পূর্বের মারহালায় মুমতায: সম্পূর্ণ ফ্রি। জায়্যিদ/জাঃজিদ্দান: সামর্থ্য অনুযায়ী।

তাখাসসুসাত: যাকাত ছাড়া : ৩৫০০ (তিন হাজার পাঁচ'শ) টাকা। ইমদাদী: সাধ্যানুযায়ী।

ভর্তির সময় যা লাগবে:

এক কপি রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের কপি (অনলাইন), পূর্বের মারহালার

মার্কশীট সঙ্গে আনতে হবে।

নতুন বর্ষের ভর্তি কার্যক্রমের স্থান: আল-হেরা টাওয়ার, কুড়াতলী বাজার, কুড়িল

বিশ্বরোড, ঢাকা।

যোগাযোগ : ০১৮১৯-২৫১০৭০.

এমএম/