শরহে বেকায়ায় বেফাক পরীক্ষায় ইতিহাস গড়ল জামিআ রাব্বানিয়া
প্রকাশ:
৩০ মার্চ, ২০২৫, ০৭:১৪ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষায় সানাবিয়া উলয়া মারহালায় জামিআ রাব্বানিয়া ঐতিহাসিক ফলাফল অর্জন করেছে। ২৬ জন পরীক্ষার্থীর মাঝে ২৪ জনই মেধা তালিকায় স্থান পেয়েছে। আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি ছাড়া এই মারহালায় এমন ঘটনা খুবই বিরল। বিষয়টিকে প্রতিষ্ঠানটির ছাত্র ও ওস্তাদগণের সুচিন্তিত ফিকির ও প্রাণপণ চেষ্টা এবং দুআ-কান্নাকাটির ফসল হিসেবে দেখছেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম। এছাড়াও জামিআ রাব্বানিয়া থেকে মেধা তালিকায় স্থান পেয়েছে হিফয বিভাগসহ সর্বমোট ১৯৮ জন। কিতাব বিভাগে ২৫৮ জন পরীক্ষার্থীর মাঝে মেধা তালিকায় ১৮৮ জন। অর্থাৎ শতকরা ৭২.৮৬ জন মেধা তালিকায় রয়েছে।
জামিআর অবস্থান: রব্বানী নগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। সার্বিক যোগাযোগ: এমএম/ |