ঈদের তারিখ ঘোষণা করল ভারত-পাকিস্তান , অপেক্ষায় বাংলাদেশ
প্রকাশ:
২৯ মার্চ, ২০২৫, ০৯:৩২ রাত
নিউজ ডেস্ক |
![]()
অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের পর এবার ঈদের তারিখ ঘোষণা করেছে ভারত, পাকিস্তান ও ইন্দোনেশিয়া। এই তিন দেশ জানিয়েছে, শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে এসব দেশে। বাংলাদেশেও প্রতিবছর রমজান শেষে ঈদের চাঁদ দেখা ও ঈদ উদযাপন নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি স্থানে পালিত হয় ঈদের জামাত। এবার আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ৩০ মার্চ অর্থাৎ ২৯ রমজানে সূর্যাস্তের সময় শাওয়াল মাসের চাঁদের সম্ভাব্য বয়স হবে ১.০৫ দিন। আর পরের দিন ৩১ মার্চ ২.০৫ দিন। এসময় চাঁদের স্থায়িত্ব হবে ৩০ মার্চ সন্ধ্যায় ৪৩ মিনিট আর পরের দিন আকাশে চাঁদের উপস্থিতি থাকবে ৫১ মিনিট। এছাড়া ৩০ মার্চ সন্ধ্যা ৬ টা ৩২ মিনিট থেকে ৭ টা ২০ মিনিটি পর্যন্ত চাঁদ দেখার সময় নির্দিষ্ট করেছে আবহওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী আকাশ মেঘ মুক্ত থাকলে ৩০ মার্চ সন্ধ্যায় খালি চোখেই দেখা যেতে পারে শাওয়াল মাসের চাঁদ। সৌদি আরবসহ অন্যান্য দেশের সঙ্গে একই দিনে ঈদ উদযাপনের বিষয়ে এবার আলোচনা উঠলেও ইসলামি চিন্তাবিদরা মনে করেন কোরআন হাদিস ও ভৌগলিক অবস্থান উপেক্ষা করে, এমন ভ্রান্ত মতাদর্শ থেকে সকলের সতর্ক থাকা উচিত। এমএম/ |