গাজিপুর কোনাবাড়ির মাদরাসাতু ইবাদির রহমান ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান
প্রকাশ:
২৯ মার্চ, ২০২৫, ০১:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ পাঠ্যক্রমের প্রতিষ্ঠান মাদরাসাতু ইবাদির রহমান। এখানে কওমি সিলেবাস (মাদানী নেসাব) ও জাগতিক শিক্ষার সমন্বয়ে গঠিত একটি পূর্ণাঙ্গ শিক্ষা কারিকুলামে পাঠদান করা হয়। ফলে মাদানি নেসাবের সকল কিতাব অধ্যায়ন করে আলেম হওয়ার পাশাপাশি জেনারেল সাবজেক্টগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে পড়ে এসএসসি পরীক্ষা দেওয়ার বিশেষ সুযোগে আছে। যাতে এই মাদরাসার শিক্ষার্থীরা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে বিস্তৃত কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করতে পারে। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুখলিছুর রহমান কাসেমী বলেন, আমরা ছাত্রদেরকে বহুমুখী যোগ্যতায় গড়ে তুলতে চাই। যাতে যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় তারা অগ্রভূমিকা পালন করতে পারে। তিনি আরও বলেন, যারা সন্তানদেরকে দ্বীনি পরিবেশে থেকে দ্বীন শেখার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চান, তাদের জন্য এ প্রতিষ্ঠানে ভিজিট করার আমন্ত্রণ রইলো। ভর্তি বিষয়ে মাদরাসা সূত্র জানিয়েছে, ভর্তির শেষ তারিখ: ঈদুল ফিতরের পরে ৭ দিন পর্যন্ত। মাদানী নেসাবের বৈশিষ্ট্য: পাশাপাশি মাদ্রাসাতু ইবাদুর রহমান: আমাদের বিভাগসমূহ : হিফজ বিভাগ: নূরানী ও নাজেরা বিভাগ: এখানে কোমলমতি শিশুদের অত্যন্ত যত্নসহকারে পাঠদান করা হয়। যে কারণে অনন্য এ মাদরাসা : যোগ্য, অভিজ্ঞ, আন্তরিক ও মেহনতী ওস্তাদদের মাধ্যমে পাঠদান করানো হয়। আমাদের আছে অত্যন্ত নিরিবিলি, কোলাহলমুক্ত, পড়াশোনার উপযোগী, শান্ত পরিবেশ। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন: যাতায়াত: যেকোনো স্থান থেকে গাজিপুরের কোনাবাড়ী, নছের মার্কেট, কামাল মার্কেটের ১০০গজ পশ্চিমে অথবা ভান্নারা, সুয়াপাড়া ব্রিজ সংলগ্ন বরাব, মৌচাক, কালিয়াকৈর, গাজিপুর । এমএম/ |