রওজাতুল জান্নাত মহিলা মাদরাসার ৫০ জন মেধাতালিকায়
প্রকাশ:
২৮ মার্চ, ২০২৫, ০১:১৭ রাত
নিউজ ডেস্ক |
![]()
জামিআ রাব্বানিয়া আরাবিয়ার প্রতিষ্ঠাতা মুফতী নজরুল ইসলাম ভাসানী সাহেবের প্রতিষ্ঠান রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা ১৪৪৫—৪৬ হিজরী শিক্ষাবর্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ—এর অধীনে অনুষ্ঠিত ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষায় এই বছরও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে।
মোট পরীক্ষার্থী: ৯৩ জন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, জালকুড়ি, রব্বানীনগর- এ অবস্থিত এই মাদরাসাটি তালিম, তরবিয়ত ও উন্নত পরিবেশে এক অনন্য প্রতিষ্ঠান। বুযুর্গানে দ্বীনের পরামর্শ ও দিক-নির্দেশনার আলোকে আল্লাহর অশেষ রহমতে প্রতিষ্ঠা লগ্ন থেকেই ‘রওজাতুল জান্নাত’ সুনাম-সুখ্যাতির সাথে পরিচালিত হচ্ছে। আগামী ৬, ৭ ও ৮ শাওয়াল নতুন শিক্ষাবর্ষে সীমিত কোটায় ভর্তি নেওয়া হবে। কোটা খালি থাকলে পরবর্তীতেও ভর্তি চলবে। বেফাক বোর্ডে এই মাদরাসার সাফল্য: যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন, ঠিকানা: জামিআ রাব্বানিয়া আরাবিয়ার সন্নিকটে, রব্বানীনগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। এমএম/ |